১০ বৈশাখ, ১৪৩২ - ২৩ এপ্রিল, ২০২৫ - 23 April, 2025

পতিতা চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছেন বৃষ্টি

আমাদের প্রতিদিন
6 months ago
183


ফাইল ফটো

বিনোদন ডেস্ক:

ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে নানা গুঞ্জন। এবার সাহসী দৃশ্যে অভিনয় করে সবার নজর কাড়লেন অভিনেত্রী বৃষ্টি।

‘চোখটা আমাকে দাও’ নামে একটি নাটকে পতিতা চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। নাটকটি মুক্তির পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন বৃষ্টি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন বৃষ্টি, এমন চরিত্র করতে পেরে উচ্ছ্বসিত বৃষ্টি। নাটকে জোভান-বৃষ্টি ছাড়া আরও অভিনয় করেছেন আকবাল হোসাইন, মাসুদ হারুন, ইশরাক পায়েলসহ অনেক।

এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন, চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল আমার। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। এটি আমার প্রিয় একটি নাটক।

তিনি আরও বলেন, অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা আমার সহশিল্পী জোভানসহ পুরো ইউনিটকে ধন্যবাদ জানাচ্ছি। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্খীদের কাছ থেকে ভালো প্রশংসা পাচ্ছি। আগামীতে আরও ভালো কোনো গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth