৭ আষাঢ়, ১৪৩২ - ২১ জুন, ২০২৫ - 21 June, 2025

পীরগঞ্জে গলা কটে অটো ছিনতাই

আমাদের প্রতিদিন
8 months ago
327


পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে অটো চালকের গলা কেটে অটো ছিনতাই।  গতকাল (১২ অক্টোবর)শনিবার রাত সাড়ে আটার সময় উপজেলার কেশোর গাড়ি সোনা মিয়ার পুকুর পারে এ ঘটনাটি ঘটেছে।

পীরগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলা চতরা ইউনিয়নের কাটা দুয়ার গ্রামের মৃত কন্টি রাম পদ চন্দ্র এর ছেলে অটো ভ্যান চালক গৌর পদ চন্দ্র(৪৫), অই রাতে কুমেদপুর ইউনিয়নের কুমেদপুর বাজার হতে ভ্যান নিয়ে পীরগঞ্জ আসার পথে পীরগঞ্জ ইউনিয়নের কেশোর গাড়ি গ্রামের সোনা মিয়ার পুকুরের পাশে ফাঁকা জায়গায় পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ভ্যানের গতিরোধ করিয়া ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আটো নিয়ে পালিয়ে যায়।

অটো চালকের ডাক চিৎকার শুনে অটো চালক গৌর পদ চন্দ্র কে স্থানীয় লোকজন উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য পাঠায়। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। অটো ভ্যান ছিনতাই এর ঘটনায় একটি মামলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth