৬ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

ঢাকা নয় অ্যালেক্স হেলসকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি রংপুরের জার্সিতে

আমাদের প্রতিদিন
4 months ago
124


ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। এর জন্য ৬ ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া ৫ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারকে। আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের ১১তম আসর। সে টুর্নামেন্টকে সামনে রেখে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফটস।

এর আগেই দেশি-বিদেশি খেলোয়াড়দের সরাসরি দলে ভেড়াতে ব্যস্ত সময় পার করেছে দলগুলো। সেখানে এক দফা নাটক হয়ে গেল সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসকে নিয়ে। এর আগে গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হেলসকে দলে নেওয়ার ঘোষণা দেয় নবাগত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। তবে হেলসের অনুরোধে গতকাল রোববার সকালে ইংলিশ ক্রিকেটারের সঙ্গে চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ঢাকা। কারণ হিসেবে হেলসের বিয়ে নিয়ে ব্যস্ততার কথা উল্লেখ করা হয়।

ঢাকার সঙ্গে চুক্তি স্থগিতের কয়েকঘণ্টা পরেই হেলসকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় আরেক ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। অর্থাৎ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আসন্ন বিপিএলে রংপুরের জার্সিতে দেখা যাবে হেলসকে। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছে রংপুর।

বিপিএলে এর আগেও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন হেলস। ২০১৯ বিপিএলের সে আসরে ৮ ম্যাচে ৪৩.৪২ গড় ও ১৬৭ স্ট্রাইকরেটে ৩০৪ রান করেছিলেন সাবেক ইংলিশ তারকা। বিপিএলের সর্বশেষ মৌসুমে খুলনা টাইগার্সের জার্সিতে ২ ম্যাচ খেলা হেলস ১৬৪ স্ট্রাইকরেটে ৮২ রান করেছেন। প্রায় ৫ বছর পর আবারও পুরোনো ফ্র্যাঞ্চাইজি রংপুরের জার্সিতে খেলতে যাচ্ছেন হেলস। কিন্তু সেটা হতে যাচ্ছে নাটকীয় চুক্তির মাধ্যমে।

যে নাটকীয়তার শুরু গত শুক্রবার। ঢাকা ক্যাপিটালস নিজেদের ডেরায় হেলসকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়ার পর গতকাল সকালে সাবেক বিশ্বকাপজয়ী ব্যাটসম্যানের সঙ্গে চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। এক বিবৃতিতে ঢাকা উল্লেখ করে, ‘ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth