২৯ আষাঢ়, ১৪৩২ - ১৩ জুলাই, ২০২৫ - 13 July, 2025

কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান-মেম্বারের মানববন্ধন অনুষ্ঠিত ও স্বারকলিপি প্রদান

আমাদের প্রতিদিন
8 months ago
165


কুড়িগ্রাম প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যগণকে স্ব স্ব পদ হতে অপসারন না করার দাবীতে মানববন্ধন এবং স্বারক লিপি প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম জেলার সকল ইউনিয়ন পরিষদ ব্যানারে আজ (১৫ অক্টোবর) মঙ্গলবার দুপুরে কলেজ মোড় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বারকলিপিতে বলা হয়,আমরা আপনার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন কুড়িগ্রাম জেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য। আমাদের উপর জনগনের অর্পিত দায়িত্ব বিগত দিনের ন্যায় বর্তমানেও পালন করে আসছি।এমতাবস্তায় বিগত কয়েক দিন যাবৎ বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশন সংবাদ মাধ্যমে জানা যায়,জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভার ন্যায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণকে স্ব স্ব পদ হতে এ মাসেই অপসারন করা হবে। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার বিভাগের সবচেয়ে তৃণমূল পর্যায়ের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে স্থানীয় পর্যায়ের সাধারন জনগণের অনেক সুবিধা গ্রহনে জড়িত। বিশেষ করে গ্রাম্য সালিশ বা গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ প্রদান, ওয়ারিশ সনদ প্রদানসহ সরকারী বিভিন্ন দাপ্তরিক কর্মকান্ড বাস্তবায়ন করা হয়। যে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ পলাতক বা অনুপস্থিত, জনগনের সকল পর্যায়ের সেবা সহ সরকারের সকল দাপ্তরিক কর্মকান্ড থেকে নিজেদেরকে আড়াল করে রেখেছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবার আহবান জানানো হয়। এছাড়াও যারা যে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত থেকে জনগনের সকল পর্যায়ের সেবা প্রদান করছেন এবং সরকারের সকল কর্মকান্ডে অংশগ্রহন করে আসছে তাদেরকে স্ব স্ব পদে বহাল রেখে জনগনের সকল পর্যায়ের সেবা দান,শান্তি-স্থিতিশীলতায় দেশকে এগিয়ে নিতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জোর দাবি জানানো হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।

বর্তমান অর্ন্তরবর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আরিফুজ্জামান দ্বীপ মন্ডল,  হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ বক্তব্য রাখেন।

#

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth