রংপুরে ইনকিলাব বই মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ
৩২টি স্টল নিয়ে ৫দিন ব্যাপি রংপুরে ইনকিলাব বই মেলা’র/২০২৪ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় নগরীর টাউন হল চত্বরে দি নরমেটিভ এর আয়োজনে ৫দিন ব্যাপি এই বই মেলার উদ্বোধন করা হয়। শুরুতে বইয়ের গুরুত্ব নিয়ে আলোচনা, আলোচনা শেষে ইনকিলাব বইমেলার উদ্বোধনী ঘোষনা করা হয়।
বই মেলার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিটি বাজার জামে মসজিদের খতিব শহিদুল হাদিস এহতেশামুল হক কাশেমী, সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহমুদুল ইসলাম, আল জামেয়াতুল ইসলামিয়া রাহনিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামীম মুফতি বিলাল আহমেদ কাশেমী।