গঙ্গাচড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
"স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ (১৫ অক্টোবর) মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ, উপসহকারী প্রকৌশলী সারাবান তহুরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজানুল হাসান, পাট অধিদপ্তরের উপসহকারী পাট কর্মকর্তা রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা নাজনীন নাহার, তথ্য কর্মকর্তা তাসনীম খুশবী সরকারসহ শিক্ষার্থী ও নানাশ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।