১৮ কার্তিক, ১৪৩১ - ০২ নভেম্বর, ২০২৪ - 02 November, 2024

ডোমারে অঞ্জাত এক যুবকের লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
2 weeks ago
74


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমারে আজ বিকেলে অঞ্জাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। এ ব্যাপারে ডোমার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মৃতের সৎ ভাই (বাবা আলাদা)আসাদুজ্জামান বাবু (৩৩) জানান,আমার ভাই মশিউর রহমান শান্তর(২৮) বিয়ে হয় ১১ মাস আগে ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের মাঝা পাড়ার মো: মিজানের মেয়ে স্মৃতি বেগমের (২০) সাথে। কিছু দিন পূর্বে স্ত্রী স্মৃতি বেগম বাবার বাড়িতে বেড়াতে আসে।  ৬ দিন আগে শান্তও শ্বশুর বাড়িতে  আসে  । এ সময় শ্বশুর বাড়িতে অস্বাভাবিক আচরণ করে সবাইকে মারধর ও আসবাবপত্র ভাংচুর করে। তাকে আনতে মা বিউটি বেগম( ৫০) গত সোমবার সকালে শান্তর শ্বশুর বাড়িতে ( স্মৃতি বেগম বাবার বাড়িতে) যান। ওই দিন রাতে (৮.৩০) নীল সাগর ট্রেনে চিলাহাটি থেকে সৈয়দপুর যাওয়ার পথে মায়ের অজান্তে ট্রেন থেকে লাফিয়ে পড়ে শান্ত । মা বিউটি বেগম এ সময় জানান, ট্রেনে শান্ত আত্মহত্যা করার কথাও বলেছেন। ছেলে শান্ত শ্বশুর বাড়িতে গেছেন ধারণা করে সৈয়দপুরে নিজ বাড়িতে ফিরে যান। এদিকে ডোমার উপজেলা সোনারায় ইউনিয়নের ভেলশি পাড়া রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে ফেসবুকে দেয় এলাকা বাসী। ফেসবুকের মাধ্যমে খবর পান মা বিউটি বেগম। আমার জানা মতে , সে মাদক সেবন করত।

অপরদিকে এলাকাবাসী ডোমার থানায় খবর দিলে লাশ উদ্ধার করে ডোমার থানা পুলিশ।

উল্লেখ্য, মশিউর রহমান শান্ত সৈয়দপুর উপজেলার এয়ারপোর্টের পশ্চিম দিকে নিউ মুন্সিপাড়ার মোখলেছুর রহমান হেলালের পুত্র।

এ ব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ মো আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে পরিবার খবর পেয়ে আসলে আমরা লাশ উদ্ধার করে নিয়ে আসি। একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলায় প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth