রংপুরে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
নিজস্ব প্রতিবেদক:
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে নিয়ে রংপুরে ১৫ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে।
আজ (১৫ অক্টোবর) বিকেলে রংপুর জিলাস্কুল মাঠে রংপুর জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগের আয়োজনে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি রংপুর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন ফিতা কেটে উদ্বোধন করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক, রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর হাসান রুমি, সামাজিক বন বিভাগের উপ বন সংরক্ষকের মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, মহানগর নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর আলম সরকার নুর প্রমুখ। বৃক্ষমেলায় রংপুরের ৫৬ টি নার্সারি অংশগ্রহণ করেন।