সাকিবের জায়গায় অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার মুরাদ
ফাইল ফটো
স্পোর্টস ডেস্ক :
গতকাল বৃহস্পতিবার দিনভর নাটক হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে আসার জন্য দুবাই পর্যন্ত এসেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে তাঁকে দেশে আসতে নিরুৎসাহিত করা হয়। ফলে দুবাই থেকেই যুক্তরাষ্ট্র ফেরত যাওয়ার কথা সাকিবের।
তাতে একটা বিষয় প্রায় নিশ্চিত হয়ে যায়, দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা হচ্ছে না দেশসেরা অলরাউন্ডারের। কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটাই লাল বলের ক্যারিয়ারে সাকিবের শেষ ম্যাচ হয়ে থাকল।
প্রায় নিশ্চিত বিষয়টাকেই আজ নিশ্চিত হিসেবে জানিয়ে দিল বিসিবি। আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তাঁর পরিবর্তে ডাক পেয়েছেন টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদ।
২৩ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার জাতীয় দলের জার্সিতে এরইমধ্যে দুটি ম্যাচ খেলেছেন। অবশ্য সেটা ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সে দুই ম্যাচের এক ইনিংসে ২ ওভার বোলিং করলেও উইকেটের দেখা পাননি মুরাদ।
বিপিএলের সর্বশেষ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। সে আসরে ৪ ম্যাচে বোলিং করে ২৯.৩৩ গড়ে ও ওভারপ্রতি ৬.৭৬ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন মুরাদ।