স্পিন কোচ হিসেবে ফিরলেন বাংলাদেশে মুশতাক
ফাইল ফটো
আমাদের ডেস্কঃ
সাবেক পাকিস্তানি লেগ স্পিনার বর্তমানে স্পিন কোচ মুশতাক আহমেদ আবার বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। গত টি-টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করেও তাঁকে ধরে রাখতে পারেনি। পরে পাকিস্তান সিরিজে থাকলেও ভারত সফরে আবার তাঁকে পাওয়া যায়নি। তবে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই আবার তাঁকে ফিরে পেয়েছে বাংলাদেশ দল।
জানা গেছে, গতকাল রাতেই বাংলাদেশে এসেছেন মুশতাক আহমেদ। আজই যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের অনুশীলনে। সকাল থেকে স্কোয়াডে থাকা চার স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন।
বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গেও বেশ কিছু সময় কাটিয়েছেন মুশতাক। এরপরই অবশ্য গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকে যেতে হয়েছে দুই কোচকে। আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট জিততে চাইলে যে মুশতাককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সুবিধা নেওয়ার আভাস দিয়ে রেখেছে। কিছুদিন আগেই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ভয়ংকর ভুগেছে প্রোটিয়ারা। আর স্লো ও স্পিনের জন্য বিখ্যাত মিরপুরের উইকেটে এটাই যে বাংলাদেশের মূল অস্ত্র হবে সেটা জানা কথা। স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাককে খুব বড় ভূমিকা পালন করতে হবে।
সাকিব থাকলে বাড়তি একজন বোলার না নিয়েও তিন স্পিনার নামানো সহজ ছিল। ফলে মিরপুর টেস্টে মিরাজ আর তাইজুলের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে অন্য কাউকে নিতে হবে। সাকিবের বদলে স্কোয়াডে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নাকি অফ স্পিনার নাঈম হাসান-কাকে বেছে নেওয়া হবে, সেটা হয়তো মুশতাকের পরামর্শেই নেবে দল।