রংপুরে তিস্তা বিশ্ববিদ্যালয়ের বিজনিস ক্লাবের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরে তিস্তা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের উদ্যোগে বিজনিস ক্লাবের উদ্বোধন করা হয়।আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২ টায় মডার্ন মোড়স্থ তিস্তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উক্ত উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিস্তা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল—আমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর সনজিব চৌধুরী, প্রধান উপদেষ্টা বিথী আফরোজ, ট্রাষ্টি বোর্ডের উপদেষ্টা মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক উমর ফারুক, তিস্তা বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক শাশ্বত ভট্টাচার্য।
অনুষ্ঠানের বক্তব্যে বক্তারা বলেন, বিজনিস ক্লাবের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের উদ্যাক্তা তৈরি, মেধা বিকাশ এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।