৮ চৈত্র, ১৪৩১ - ২২ মার্চ, ২০২৫ - 22 March, 2025

ডোনাল্ড ট্রাম্পকে আগাগোড়া কটাক্ষে বিঁধছেন বারাক ওবামা

আমাদের প্রতিদিন
4 months ago
145


আমাদের ডেস্কঃ

গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এবার সবচেয়ে কঠিন প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কোন প্রার্থীর দিকে পাল্লা ভারী দেখা যাচ্ছে না। কমালা ও ট্রাম্পের লড়াই চলছে সমান তালে। এক অবস্থায় ডেমোক্র্যাটদের মধ্য থেকে রাজনৈতিক কারিশমা আছেন এমন নেতাদের ব্যবহার করছেন কমলা হ্যারিস। তার মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা।

এরিমধ্যে কমালার সঙ্গে বিভিন্ন প্রচারে দেখা গেছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে। দুই দিন আগেই কমলা হ্যারিসের হয়ে নেভাদার ভোটপ্রচারে গিয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে আগাগোড়া কটাক্ষে বিঁধছেন ওবামা। ট্রাম্পকে ‘গ্র্যান্ডপা’ খোঁচা মারতেও পিছপা হননি তিনি।

এবার মিশিগানের ডেট্রয়েটে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করে, ট্রাম্পকে ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন ওবামা। মঙ্গলবার রাতের সমাবেশে তিনি ট্রাম্পকে ‘বয়স্ক ও পাগলাটে’ হিসাবেও আখ্যা দিয়েছেন। বলেছেন, এই বুড়োকে থামাতে হবে।

বারাক ওবামা বলেন, ট্রাম্প ভোটারদের বিভ্রান্ত করছেন। বিশেষ করে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। ওবামা বলেন, ট্রাম্প আপনাদের বিশ্বাস করাতে চান যে সব সমস্যার জন্য অভিবাসীরা দায়ী। যদি কেবল তাদের আটকে দেন, তাহলেই সব সমস্যার সমাধান হবে।

সমাবেশে মার্কিন র‌্যাপার এমিনেমও উপস্থিত ছিলেন। তিনি কমলা হ্যারিসের প্রতি তার সমর্থন প্রকাশ করেন। ওবামা মঞ্চে এমিনেমের বিখ্যাত গান ‘লুজ ইয়োরসেলফ’-এর একটি অংশ গেয়ে শোনান, যা সমাবেশে উপস্থিত জনতাকে আরও উদ্দীপ্ত করে তোলে।

কমলার প্রচারে বারাক ওবামার সক্রিয় অংশগ্রহণ ডেমোক্র্যাট শিবিরকে আরও উৎসাহিত করতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মিশিগানের মতো গুরুত্বপূর্ণ ‘দোদুল্যমান’ রাজ্যে যেখানে নির্বাচনের ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth