১০ মাঘ, ১৪৩২ - ২৪ জানুয়ারি, ২০২৬ - 24 January, 2026

সিলেটে পুরনো গ্যাসকূপে নতুন করে গ্যাসের সন্ধান

আমাদের প্রতিদিন
1 year ago
339


ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) হরিপুর এলাকার ৭ নাম্বার গ্যাসকূপ সংস্কার করতে গিয়ে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ কূপ থেকে প্রতিদিন কমপক্ষে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। মঙ্গলবার দ্বিতীয় দফা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছেন সিলেট এসজিএফএল।

কর্তৃপক্ষ জানান, দ্বিতীয় দফায় এক হাজার ২০০ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, পুরাতন গ্যাসকূপ (সিলেট-৭) চলতি বছরের জুলাই মাস থেকে মেরামত কাজ করছি। গত ১৪ অক্টোবর দুই হাজার ১০ মিটার গভীরতায় পরীক্ষামূলকভাবে পরীক্ষা করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার ওই গ্যাসকূপের আরেকটি জোনে এক হাজার ২০০ মিটার গভীরতায় ফের গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শেষ করতে আরও তিন-চার দিন সময় লাগতে পারে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন গড়ে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth