৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

তারাগঞ্জে সড়ক দূঘর্টনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

আমাদের প্রতিদিন
8 months ago
414


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে মটোরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিজুল ইসলাম (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল  ২৩ অক্টোবর বিকালে রংপুর—দিনাজপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদশি ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, গতকাল বুধবার উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বানিয়াপাড়া গ্রামের হতদরিদ্র রিকশা চালক খোকা মাহমুদের ছেলে কামারপুকুর কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী আজিজুল ইসলাম ও তার বন্ধু আকতারুল সহ মটোরসাইকেল যোগে সৈয়দপুর থেকে মহাসড়ক পথে বাড়িতে ফেরছিলেন। এসময় কামারপুকুর এলাকায় পৌছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে স্থানীয় লোকজন গুরুত্বর অবস্থায় আজিজুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। আজ (২৪ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের চিকিৎসক আজিজুল ইসলামকে মৃত ঘোষনা করেন। উপজেলার আলমপুর ইউনিয়নের ইউপি সদস্য এনামুল হক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কলেজছাত্র আজিজুল ইসলামের মৃত্যুর ঘটনাটি নিশ্চত করেছেন। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth