১৬ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

গঙ্গাচড়ায় লক্ষীটারি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা

আমাদের প্রতিদিন
6 months ago
331


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া  উপজেলার লক্ষীটারী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার লক্ষিটারী ইউনিয়নে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়৷

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ওয়াহেদুজ্জামান মাবু।

লক্ষীটারী ইউনিয়ন বিএনপির নবগঠিত  কমিটির আহ্বায়ক নুরুজ্জামান আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সদস্য সচিব  আইয়ুব আলী, সি: যুগ্ম আহবায়ক আখেরুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন লিজু, যুগ্ম আহবায়ক আতাউল মওলা, উপজেলা বিএনপির সদস্য মীর কাশেম মিঠু, আব্দুল গফুর, নওশা মিয়া, আপেল, আব্দুল মাবুদ, জয়নাল মিয়া, আশরাফুজ্জামান প্রমুখ।

আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা।  এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবগঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বৃন্দসহ আরও উপস্থিত ছিলেন লক্ষিটারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক  চান মিয়া, যুগ্ম আহবায়ক মহব্বত হোসেন ।

পরিচিতি সভা শেষে ওয়ার্ড কমিটি গঠনে তৃণমূল পর্যায়ে ফরম বিতরণের লক্ষ্যে  উপজেলা নেতৃবৃন্দ লক্ষিটারী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম হস্তান্তর করেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি গণতন্ত্রের চর্চা করে এবং গণতান্ত্রিক পন্থায় বিশ্বাস করে। তাই আমাদের সকল ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে গণতান্ত্রিক পন্থায় ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সকল কমিটি গঠন করা হবে। গঙ্গাচড়া  উপজেলার প্রত্যেক স্তরের তৃণমূল পর্যায়কে ঢেলে সাজিয়ে   সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে গঙ্গাচড়ার মাটি বিএনপির ঘাটিতে পরিণত হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মধ্যে দিয়ে  এই রংপুর-১ আসন বিএনপির দখলে থাকবে ইনশাআল্লাহ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth