৮ চৈত্র, ১৪৩১ - ২২ মার্চ, ২০২৫ - 22 March, 2025

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট

আমাদের প্রতিদিন
4 months ago
186


আমাদের ডেস্কঃ

আওয়ামী লীগের আমলে বিগত তিনটি নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এর রায় না হওয়া পর্যন্ত কেন আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম বিরত রাখা হবে না তা জানতে হাইকোর্টে দুটি রিট দায়ের করা হয়েছে। 

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

রিটকারীদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম জানান, সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া হয়নি। রিটে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

এদিকে আদালত সূত্র বলছে, মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

অপরদিকে রিটের পর সরজিস এক ফেসবুক পোস্টে জানান, আদালতে দুটি রিট করা হয়েছে। তার মধ্যে প্রথম রিটটি হলো- আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে পাওয়া সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না।

দ্বিতীয় রিটটি হলো- এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদের রাজনৈতিক সব কার্যক্রম থেকে বিরত রাখা হবে না।

সারজিস বলেন, দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই।

এর আগে গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি তখন খারিজ করে দিয়েছিলেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে আল্টিমেটাম দেওয়া হয়। এরপর ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে গত ২৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে অন্তবর্তীকালীন সরকার।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth