১৮ কার্তিক, ১৪৩১ - ০২ নভেম্বর, ২০২৪ - 02 November, 2024

বিরামপুরে দুই নারীসহ ৪ ছিনতাইকারী আটক

আমাদের প্রতিদিন
2 days ago
32


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর থানা পুলিশ একটি ছিনতাই চক্রের দুই নারীসহ জনকে আটক করে রিমাÐ আবেদনসহ থানা বুধবার (৩০ অক্টোবর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

ছিনতাই হওয়া অটোরিক্সার মালিক আনারুল ইসলাম বুধবার (৩০ অক্টোবরবিরামপুর থানায় একটি মামলা করেছেন। তিনি জানান, গত রবিবার (২৭ অক্টোবর) সন্ধায় হাবিবপুর বাজারে সালমা আক্তার পাখি (২৮) নামে এক নারী আনারুলের অটোরিক্সা রিজার্ভ নিয়ে ধানঘরা গ্রামে যাওয়ার কথা বলে। পথে ধানঘরা বেপারীটোলা পাকা রাস্তায় যাওয়া মাত্রই আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন পথ রোধ করে আনারুলকে মারপটি করে বেঁধে রেখে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় মামলার পর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং ওসি মমতাজুল হকের নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে সালমা আক্তার পাখি, জহুরা খাতুন তার স্বামী মোশারফ হোসেন লুৎফর এবং আব্দুল আলিম নামে জনকে আটক করে।

থানার ওসি মমতাজুল হক জানান, আটক আসামীদের রিমাÐ আবেদনসহ বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth