২৮ মাঘ, ১৪৩১ - ১০ ফেব্রুয়ারি, ২০২৫ - 10 February, 2025

ফুলবাড়ীতে ইসলামিক রিলিফ ৮কোটি ৭৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান

আমাদের প্রতিদিন
3 months ago
534


আঞ্চলিক প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইসলামিক রিলিফ বাংলাদেশ উপজেলায় তিন হাজার ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ কোটি ৭৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।

আজ (৩০ অক্টোবর) বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদ হলরুমে এর উদ্ভোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক। এসময় ইসলামিক রিলিফ উইএসএ অর্থায়নে ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর বাস্তবায়নে স্বনির্ভর দলের সদস্যদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অর্থ সহায়তা করা হয়েছে। উদ্ভোধনী দিনে ৩ ইউনিয়নে ২০২ উপকারভোগী সদস্যের মাঝে প্রতিজনে ২৫ হাজার করে টাকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে ডিসেম্বরের মধ্যে বাকি সদসস্যেরা রকেট ব্যাংকিংএর মাধ্যমে অর্থ সহায়তা পাবেন বলে বাস্তবায়নকারী সংস্থার প্রোজেক্ট অফিসার একেএম মাহফুজ আলম জানান।  

বিতরণ অনুষ্ঠানে প্রোজেষ্ট অফিসার সাবেদ আলীর সঞ্চলনা ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন, সমাজ সেবা অফিসার জামান হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক মিলন, ইসলামিক রিলিফ বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার প্রোজেক্ট অফিসার একেএম মাহফুজ আলম, অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট অফিসার রবিউল ইসলাম, সাপোর্ট এন্ড এডমিন অফিসার মনিরুল ইসলাম প্রমূখ।

 

 

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth