১৬ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

রংপুরে বিএসটিআয়ের মোবাইল কোর্ট পরিচালনা

আমাদের প্রতিদিন
5 months ago
205


নিজস্ব প্রতিবেদকঃ

রংপুর বিএসটিআই বিভাগীয় অফিস এবং উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে রংপুর সদরে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে বিএসটিআইয়ের অভিযানে পাগলাপীরের দিনার মিষ্টিমুখে ওজন যন্ত্রের বৈধ ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় এবং আলম ব্রাদার্স এন্ড ভূঁইয়া বেকারির পাউরুটি পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায়  ওজন পরিমাপ মানদন্ড আইনে যথাক্রমে  ৩২()/৪৮  ধারা অনুযায়ী হাজার টাকা ২৪()/৪১ ধারা অনুযায়ী হাজার টাকা জরিমানা করা হয়।  দুটি অভিযান পরিচালনা করেন রংপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম, সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই রংপুর অফিসের পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) সন্দীপ দাস ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth