২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

লালমনিরহাট  জেলা যুবদলের কমিটি  বিলুপ্ত ও তিনজন বহিস্কার

আমাদের প্রতিদিন
1 month ago
53


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লালমনিরহাট জেলা কমিটি বিলুপ্ত এবং তিনজনকে দলের প্রাথমিক সদস্য পদসহ  সকল প্রকার পদ থেকে বহিস্কার করেন।

 গতকাল ৩১ অক্টোবর  বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া বাতা প্রেরক হিসেবে বিষয়টি নিশ্চিত করেন।

তাদের বিরুদ্ধে   দখল, টেন্ডার সন্ত্রাস,এবং দলীয় শৃস্খলা ভঙ্গ নীতি,আদশ সংহতি পরিপন্থী নানা অনাচারের

অভিযোগ থাকার বিষয়গুলো বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ছাড়াও  জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুলহাস, পৌর যুবদলের

যুগ্ম আহ্বায়ক মো. মোমিনুল ইসলাম মমিন, পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া কে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে সিদ্ধান্ত কার্যকর করেছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বাতাটি প্রেরিত হয়। ##

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth