কুড়িগ্রাম নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালন
কুড়িগ্রাম প্রতিনিধি:
"দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ " এই স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামে জাতীয় যুব দিবস উপলক্ষে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে জাতীয় সংগীত পাঠ, পায়রা উন্মুক্ত, শপথ বাক্য পাঠ ও র্্যালীর মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্তি হয়।
দ্বিতীয় অধিবেশন যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন হল রুমে আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণের চেক প্রদান, প্রশিক্ষণ সনদপত্র বিতরণ, সম্মননা স্মারক প্রদান,মজা পুকুর পরিস্কারকরণ এবং বৈষম্য বিরোধী ছাএ জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ২৪ টি বৃক্ষ রোপণ করা হয়। জাতীয় যুব দিবস অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আলী আর রেজার আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত সুলতানা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুবন আখতার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম মো:মাহফুজুর রহমান পুলিশ সুপার। অনুষ্ঠানটির সভাপতির দায়িত্বে ছিলেন উওম কুমার রায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কুড়িগ্রাম।
জাতীয় যুব দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি নুসরাত সুলতানা যুবক -যুবতীদের নিজস্ব মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়ে তোলার উদাও আহবান জানান।কুড়িগ্রাম জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আলী আর রেজা জানান সরকার আপনাদের কে সহজে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সের ব্যবস্থা করেছে। আমরা আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি ও সহজে ঋণপ্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করি।