তারাগঞ্জে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে জাতীয় যুব দিবসে র্যালী ও সমাবেশ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষমাহীন বাংলাদেশ” এই শ্লোগানে রংপুরের তারাগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলার শাখার আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টায় দিবসটি উপলক্ষে তারাগঞ্জ সরকারি কলেজ থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার জনগুরুপ্তপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে তারাগঞ্জ নতুন চৌপথী বাসস্ট্যান্ডে মিলিত হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব শাখার সভাপতি আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক এস এম আলমগীর হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল কুদ্দুস আজাহার, যুব উপদেষ্টা ও সয়ার ইউনিয়ন সভাপতি কাজী শামছুল হুদা, উপজেলা যুব শাখার সেক্রেটারি প্রভাষক আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান পরিষদের সভাপতি আব্দুল জলিল, আলমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আক্কাছ আলী, কুর্শা ইউনিয়নের সেক্রেটারি হাফেজ আল আমিন প্রমুখ।