পাটগ্রামে জাতীয় যুব দিবস পালিত
পাটগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দক্ষ যুবক গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ ১ নভেম্বর রোজ শুক্রুবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন শহীদ আফজাল মিলনায়তনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শহীদ আফজাল মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ, যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেব, সাংবাদিক শহিদুল ইসলাম,মোস্তফা, হাসিবুল সহ যুব উন্নয়নের বিভিন্ন ইউনিয়নের যুবক-যুবতি ভাই ও বোনেরা। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম সবাই শপদ পাঠ করান।