গঙ্গাচড়ায় অসাম্প্রদায়িক ও সম্প্রীতির গ্রাম গঠনের সকল অংশীজনদের নিয়ে প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় একটি উদার, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির গ্রাম গঠনের সকল অংশীজনদের নিয়ে প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ (০২ নভেম্বর) শনিবার দুপুরে হারমনি ভিলেজ টিমের আয়োজনে দি এশিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
এসময় আরো উপস্থিত ছিলেন গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখেরুজ্জামান মিলন, দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহমুদা আক্তার শরীফা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারমনি ভিলেজ টিমের রায়হান কবির। এসময় হারমনি ভিলেজ টিমের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।