২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 month ago
68


নিজস্ব প্রতিবেদকঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ ডাঃ মাহফুজার রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ (০৩ নভেম্বর) রোববার বেলা ১১টায় রংপুর প্রেসক্লাস চত্বরে সচেতন নাগিরক, সাবেক ও বর্তমান মেডিকেল শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে নানা শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের দোসররা নবনিযুক্ত অধ্যক্ষ ডাঃ মোঃ মাহফুজার রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা প্রদান করছে। মাহফুজার রহমান তার যোগ্যতার বলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসররা সুবিধা নিতে পারবে না বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাকে সরানোর পাঁয়তারা করছে। মাহফুজার রহমানকে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন মানববন্ধন থেকে।

মানববন্ধন সচেতন রংপুরবাসীর পক্ষে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, হাজী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলী আকবর বাদল, বক্তব্য রাখেন হাজী কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাঈদ, মিস্ত্রিপাড়া মসজিদের সাবেক ইমাম জনাব জয়নাল আবেদিন, মৌলভীবাজার আলিম সিনিয়র মাদ্রাসার সভাপতি মোশাররফ হোসেন সরকার, গজঘণ্টা স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান শাহীন, কান্ডারি বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি মোঃ আজহারুল ইসলাম, সাধারণ জনগণের পক্ষে লিয়াজুর রহমান, মেডিকেল শিক্ষার্থী জান্নাতুল, মাহামুদ, আজিজুর রহমান, শিক্ষক, টিএমএসএস পলিটেকনিক প্রমূখ।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পান ডাঃ মাহফুজার রহমান। এরপর দিনই বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে নবনিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ করা হয়। এ দিনই অধ্যক্ষের কক্ষে তালা ঝুলে দেওয়া হয়। তবে নব নিযুক্ত অধ্যক্ষ এখনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে পারেনি বলে জানাগেছে।‘

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth