২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

মিঠাপুকুরে 'মানবতার দেয়াল' উদ্বোধনের মধ্যদিয়ে যাত্রা শুরু হলো মানবতার দেয়াল ফাউন্ডেশনের

আমাদের প্রতিদিন
1 month ago
80


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে এলাকার অসহায় মানুষদের জন্য মানবতার দেয়াল তৈরী করেছে মানবতার দেয়াল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত শুক্রবার বিকেলে রাণীপুকুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মানবতার দেয়াল উদ্বোধনের মধ্যদিয়ে যাত্রা শুরু হয় সংগঠনটির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. ওবায়দুল্লাহ নাসিম, পেশ ইমাম মাওলানা মো. আব্দুর রহমান, সাবেক ইমামের মাওলানা মো. রুবেল ইসলাম, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুস সাফী ফিরোজ, মানবতার দেয়াল ফাউন্ডেশনের উদ্যোক্তা সাংবাদিক শামীম আখতার, আরিফুজ্জামান ফুয়াদ, রাজিব আহমেদ ও নুর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এরআগে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, মানবতার দেয়ালে সারিবদ্ধভাবে লাগানো হ্যাঙ্গারে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের কাপড়। উপরে লেখা রয়েছে প্রয়োজনে নিয়ে যান, অপ্রয়োজনে দিয়ে যান। একজনের জন্য একটি বরাদ্দ, দয়া করে অতিরিক্ত নিবেন না। উদ্যোক্তারা জানান, অনেক সময় বাড়ি বাড়ি গিয়ে কাপড় সংগ্রহ করা হয়। তারপর ধোলাই করে টাঙিয়ে দেয়া হয় দেয়ালের হ্যাঙ্গারে। অনেক সময় কেউ কেউ উৎসাহিত হয়ে কাপড় পরিষ্কার করে নিজেরাই দিয়ে যান। এখান থেকে প্রয়োজনের কাপড়টি সংগ্রহ করছেন বিভিন্ন শ্রমজীবী ও অসহায় মানুষ।

স্থানীয় বাজারের ব্যবসায়ী নাজমুল মিয়া বলেন, 'অনেক মানুষ এই মানবতার দেয়াল থেকে কাপড় নিয়ে যাচ্ছে। এই এলাকার নিম্ন আয়ের মানুষ উপকৃত হচ্ছেন। এটা ভালো লাগছে।’

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ফুয়াদ বলেন, 'সমাজে অনেক মানুষ আছেন যারা কাপড় দিয়ে সহায়তা করতে চান। কিন্তু কাকে দেবেন, যাকে দেবেন তার দরকার আছে কিনা জানা নেই। ফলে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। আমারা সেই কাপড় সংগ্রহ করি এলাকার অসহায় মানুষদের জন্য।'

মানবতার দেয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক সাংবাদিক শামীম আখতার বলেন, 'আমরা বিভিন্নভাবে কাপড় সংগ্রহ করে মানবতার দেয়ালে টাঙিয়ে দেই। যারা এখানে কাপড় দিচ্ছেন, আর যারা নিচ্ছেন, তারা কেউ কাউকে চিনছেন না। একারণে কেউ দিতেও সংকোচবোধ করছেন না। কেউ নিতেও লজ্জা পাচ্ছেন না। আমাদের ক্ষুদ্র প্রয়াসটি মানুষ ভালোভাবে নিচ্ছেন এটিই আমাদের বড় পাওয়া। আমরা ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে আরও বড় মানবিক কাজে নিজেদের বিলিয়ে দেব ইনশাআল্লাহ্।’

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth