২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

গঙ্গাচড়ায় নেশার টাকা সংগ্রহের জন্য সৌখিন চিত্রগ্রাহক সিয়ামকে হত্যা

আমাদের প্রতিদিন
1 month ago
239


ছবি আসামীর

নির্মল রায় গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায়  নেশার টাকা সংগ্রহের জন্য সৌখিন চিত্রগ্রাহক সিয়াম মিয়াকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামী গঙ্গাচড়া থানার খলেয়া গঞ্জিপুর মাঝাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে স্বাধীন মিয়াকে গ্রেফতার করেছে। আদালতে স্বাধীন মিয়া হত্যকান্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর খলেয়া গঞ্জিপুরের তিস্তা ব্যারেজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে সিয়াম মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের তিন-চারদিন আগে সৌখিন চিত্রগ্রাহক সিয়াম মিয়া তার কাছে থাকা ক্যামেরা ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয়। বিষয়টি জেনে আর্থিক অনটন মেটানো ও নেশার টাকা সংগ্রহের জন্য স্বাধীন মিয়াসহ তার সহযোগিরা সিয়ামকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী ২৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে তিস্তা ব্যারেজ এলাকায় সিয়ামকে ডাকে স্বাধীন। নির্জন স্থান হওয়ায় স্বাধীন ছুরি দিয়ে সিয়ামের গলা ও মাথায় আঘাত করে এবং স্বাধীন তার পড়নে থাকা টি-শার্ট খুলে সিয়ামের গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। এরপর সিয়ামের প্যান্টের পকেটে থাকা এক হাজার ১৫০ টাকা, মোবাইল ফোন ও সিয়ামের ব্যবহৃত পুরাতন মোটরসাইকেল নিয়ে স্বাধীন ও তার সহযোগিরা পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডেভিড হিমাদ্রী বর্মা আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের কাছে রিক্যুইজিশন দিলে গত ১ নভেম্বর গঙ্গাচড়া থানা পুলিশ ও র‌্যাবের যৌথ টিম অভিযান চালিয়ে স্বাধীন মিয়াকে তার নিজ বাড়ি খলেয়া গঞ্জিপুর মাঝাপাড়া থেকে গ্রেফতার করে। পরে থানা পুলিশ স্বাধীনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করে। পুলিশ স্বাধীন মিয়াকে আদালতে উপস্থাপন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মুনতাজ আলীর সামনে স্বাধীন মিয়া ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন স্যারের নির্দেশনায় ও ওসি মোঃ আল এমরান স্যারের নেতৃত্বে হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।  

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth