তারাগঞ্জে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত: দুই যাত্রী আহত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহি মুন্না পরিবহন নামের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে রেজাউল করিম (৩৮) নামের এক ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১১ টায় এ ঘটনাটি ঘটেছে রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদিঘী বাসষ্ট্যান্ড নামক স্থানে। নিহত ভ্যান চালক রেজাউল উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর পাঠোয়ারীপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভ্যান চালক রেজাউল করিম রংপুর-দিনাজপুর মহাসড়ক হয়ে ইকরচালি বাজার থেকে তার ব্যাটারি চালিত ভ্যানে করে অজ্ঞাতনামা দুইজন যাত্রী নিয়ে বামনদিঘী বাসস্ট্যান্ডে আসছিলেন। এসময় রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী যাত্রীবাহি মুন্না পরিবহনটি ওই স্থানে পৌছলে ভ্যানটিকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হয়। ভ্যানের দুই যাত্রী দুইজন ছিটকে মহাসড়কে পড়ে গুরুত্বর আহত হয়। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খাঁন শরীফুল ইসলাম ভ্যান চালক নিহতের কথা স্বীকার করেছেন।