রংপুরে আমাদের প্রতিদিন’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক:
অষ্টম বর্ষের পথ পরিক্রমা শেষে নবম বর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বস্তুু নিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে রংপুরের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা আমাদের প্রতিদিন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ (০৩ নভেম্বর) রোববার নগরীর গুপ্তপাড়াস্থ আমাদের প্রতিদিনের নিজস্ব ভবনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
আমাদের প্রতিদিন’র প্রকাশক ও সম্পাদক মাহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (কোতয়ালী জোন) আব্দুর রশিদ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক নুর ইসলাম চান, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হিমেল, সদস্য রাশেদ রাব্বীসহ রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।