২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

বেরোবিতে  নারী শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে ২ মদ্যপানরত যুবক আটক

আমাদের প্রতিদিন
1 month ago
104


ইবতেশাম রহমান সায়নাভ (বেরোবি) :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মদ্যপানরত অবস্থায় নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগত যুবক আটক হয়েছেন। অভিযুক্ত যুবকেরা হলেন পার্কের মোড় নিবাসী মো. সিমান্ত (২৫) এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থী আমিনুর ইসলাম আবির (২১)।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে অবস্থানকালে সিএসসি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সিঁথি রাণী, শাকিলা আলম ঐশী, এবং মারজিয়া খান দিয়া - কে ওই দুই যুবক বাজে মন্তব্য করে এবং জোরপূর্বক ছবি উঠানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা নারী শিক্ষার্থীদের শরীরে স্পর্শ করার চেষ্টা চালালে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলে এবং তাদের আটক করে। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবগত করে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দ্বায়িত্ব প্রাপ্ত সাব- ইন্সপেক্টর আজিজুল হক কে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযুক্তদের আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের তাজহাট থানায় হস্তান্তর করা করে। 

প্রত্যক্ষদর্শী ফেরদৌস আমাদের প্রতিদিনকে বলেন, আমরা আমাদের বিভাগের পিকনিক শেষে ক্যাফেটেরিয়ার সামনে ছবি ওঠাচ্ছিলাম। এমন সময় ওই দুই যুবক আসে এবং আমাদের মেয়েদের ইভটিজিং করে। আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশিক আমাদের প্রতিদিনকে জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। অভিযুক্তদের মুখ থেকে মদের গন্ধ পাই। এবং প্রক্টরিয়াল বডির সহায়তায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করি। আমরা তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

সাব-ইন্সপেক্টর আজিজুল হক জানান, প্রক্টর স্যার আমাদের অবগত করলে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে।  পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিতে এসে এক পর্যায়ে জ্ঞান হারান ভুক্তভোগী শিক্ষার্থী সিঁথি রাণী।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth