অন্তবর্তী সরকারের ৩ মাসের সাফল্য ও উদ্যোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ
আমাদের ডেস্ক:
গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিনের মাথায় শপথ নেয় নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার। ছাত্র-জনতার ‘প্রতিনিধি’ হয়ে সরকারে আসলেও ঠিক কতদিন এ সরকারের মেয়াদ থাকবে তা এখনো নির্দিষ্ট হয়নি। তবে ‘যৌক্তিক ও প্রয়োজনীয়’ সংস্কারের পর জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তবর্তী সরকার।
এর অংশ হিসেবে দেশের দায়িত্বভার নেয়ার পরপরই টালমাটাল অর্থনীতির গতি ফেরানোসহ সার্বিক উন্নয়নে নানা উদ্যোগ নিতে দেখা যায় অন্তবর্তী সরকারকে। সেই সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগে শৃঙ্খলা ফিরিয়ে এনে জনসেবা কার্যক্রমে গতি আনতেও দেখা গেছে নানা উদ্যোগের মাধ্যমে।
গত ৮ নভেম্বর (শুক্রবার) তিন মাস পূর্ণ হয়েছে এই অন্তবর্তী সরকারের। দীর্ঘ এই সময়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের গৃহীত নানা পদক্ষেপ ও সাফল্য তুলে ধরে রোববার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
অগ্রগতি প্রতিবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে ক্রীড়া ও তথ্য মন্ত্রণালয় ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে গত ৩ মাসে নেয়া নানা উদ্যোগ ও পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অগ্রগতির তথ্য তুলে ধরে জানানো হয়েছে, (সংক্ষিপ্ত) গত ৩ মাসে সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে ৩ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্মসচিব পদে ২২৬ জন এবং উপসচিব পদে ১২৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। পাশাপাশি যুগ্মসচিব পর্যায়ের ৯৬ জন এবং উপসচিব পর্যায়ের ১৮৯ জন কর্মকর্তাকে নিয়োগ/বদলি করা হয়েছে। এছাড়াও সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মাধ্যমে অন্যান্য ক্যাডারের সর্বমোট ২২১ জনকে পদোন্নতি/নিয়োগ প্রদান করা হয়েছে।