২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

জালিমের প্রতি দয়া দেখালে, মজলুমের প্রতি জুলুম হবে..... হাসনাত আব্দুল্লাহ

আমাদের প্রতিদিন
1 month ago
92


আমাদের ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগেই সুইজারল্যান্ডের জেনেভাতে অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার লাঞ্ছনার শিকার হয়েছেন। তার উদ্দেশ্যে বলতে চাই, জালিমের প্রতি দয়া দেখালে, মজলুমের প্রতি জুলুম হবে।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

সমন্বয়ক আরও বলেন, হিন্দুস্তান বলে হুঙ্কার দিবেন আর গুলিস্তানে সংঘর্ষ করবেন সেই সুযোগ ৫ আগস্টের পর বাংলাদেশের ছাত্র-নাগরিক আর আপনাদের দিবে না। ২৪ পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ প্রাসঙ্গিক নাকি না সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে ৫ আগস্ট। সুতরাং ৫ আগস্টের পরবর্তী বাংলাদেশে গণহত্যার সঙ্গে যারা জড়িত আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ তাদের জনসম্মুখে আসার কোন অধিকার নেই। 

হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে।

তিনি আরও বলেন, ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই। শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট।

গণজমায়েতের মঞ্চে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম কবিতা আবৃত্তি করেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth