৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

আবু সাঈদ হত্যাকান্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় সাময়িক বরখাস্ত হলেন বেরোবি শিক্ষক আসাদুজ্জামান মন্ডল আসাদ

আমাদের প্রতিদিন
1 month ago
160


ইবতেশাম রহমান সায়নাভ (বেরোবি):

আবু সাঈদ হত্যাকান্ড সংশ্লিষ্টতা থাকায় ও ২৯ (ঊনত্রিশ) দিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত হওয়ায় ছিলেন চাকুরী হতে সাময়িক বরখাস্ত হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ।

সোমবার (১৮ নভেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে ২৭ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত সর্বমোট ২৯ দিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন আসাদুজ্জামান মন্ডল আসাদ। এ বিষয়ে তার ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখের ছুটির আবেদন বিগত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভায় উপস্থাপিত হয়। সভায় তার ছুটির আবেদন মঞ্জুর করা হয়নি।

বিগত জুলাই-আগস্ট ২০২৪-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড ও ইংরেজী বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকান্ড বিষয়ে গঠিত তথ্য-অনুসন্ধান কমিটির প্রতিবেদনে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। বিগত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮-তম সভার সিদ্ধান্তক্রমে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩(৬) মোতাবেক তাকে অভিযুক্ত করে, বিধি ৪-এর উপ-বিধি ৩ (ঘ) অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তকালীন তিনি ভাতাদি পাবেন কিনা তা সরকারি বিধি মোতাবেক বিবেচিত হবে বলে জানা যায়।

মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ লালমনিরহাট সদরের মন্ডল পাড়া গ্রামের নিবাসী মৃত হামিদুল হক মন্ডলের পুত্রসন্তান।

তাকে কেন চাকুরী হতে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা এই পত্র প্রাপ্তির ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সন্তোষজনক ও প্রামাণিকভাবে লিখিত প্রদানের জন্য বলা হয়।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth