২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

গঙ্গাচড়ায় সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন

আমাদের প্রতিদিন
3 weeks ago
206


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাটে ৫৮৯ দাগের সরকারি চলাচলের রাস্তা দখল করে গড়ে উঠা  অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে  উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে আদালতের নির্দেশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ, কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি সদস্য শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহযোগিতা করেন।

এসময় কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, এই সরকারি রাস্তা দিয়ে কোলকোন্দ এম এ এম উচ্চ বিদ্যালয় ও কোলকোন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয় জনসাধারণ যাতায়াত করতেন। পরবর্তীতে একটি প্রভাবশালী মহল সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে দোকান ঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন।অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ এসব স্থাপনা উচ্ছেদ করে রাস্তা উদ্ধার করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।

উচ্ছেদ অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, আদালতের নির্দেশে উচ্ছেদ করেছি।

এর আগে নোটিশ করা হয়েছিল। নোটিশ পাওয়ার পরেও তারা দোকানসহ স্থাপনা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ করা হলো। এখন থেকে রাস্তাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth