গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ওসির মত বিনিময়
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গঙ্গাচড়া তাকওয়া মাদ্রাসা -দাওয়া ওয়াল এরশাদ এ সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ নভেম্বর) বুধবার দুপুরে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।
সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ইউনুছ আলী ও
উপজেলা বা.মু.খ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহ-কারী মুহতামিম মুফতী আদিব হোসেন। এসময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্রগণ উপস্থিত ছিলেন।