২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র করছে -বেবী নাজনীন

আমাদের প্রতিদিন
1 week ago
95


সিএসএম তপন, নীলফামারীঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সংগীতশিল্পী বেবী নাজনীন বলেছেন, ‘দীর্ঘদিন দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছি। বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ায় আমাকে কোণঠাসা করা হয়েছে। শুধু বিএনপি নয়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই নির্যাতিত হয়েছে। তাদের আমলে সারাদেশ পরিণত হয়েছিল অত্যাচারের রাজত্ব।

আজ (৩০ নভেম্বর) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব একথা বলেন।

বেবী নাজনীন বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ যে কোন স্বৈরশাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। নিহত শহীদ আবু সাঈদ, মুগ্ধ, সাজ্জাদসহ শত শত বীরের কারণে আজ জাতি মুক্ত ও স্বাধীনভাবে কথা বলতে পারছে। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনও দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সেই ষড়যন্ত্র মোকাবিলা করে সবাই এক হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।

আগামী নির্বাচনে অংশ নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে এই কণ্ঠশিল্পী বলেন, ‘এখন একটাই কাজ। সেটা হলো- তারেক রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় দলকে সুসংগঠিত করা। নির্বাচন নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। এ বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই সবাই মনে নেবেন। তবে সুযোগ পেলে জন্মস্থান সৈয়দপুর ও কিশোরগঞ্জের মানুষের সেবা করবো।

পরে বিমানবন্দর থেকে বের হয়ে সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠান পাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাত করেন বেবী নাজনীন। এরপর দুপুরে দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

এসময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth