১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

সাংবাদিক কল্লোল আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকীতে সিটি প্রেসক্লাবে দোয়া

আমাদের প্রতিদিন
1 month ago
100


নিজস্ব প্রতিবেদক:

প্রয়াত সাংবাদিক, রিপোর্টাস ক্লাব রংপুরের সাবেক সভাপতি শেখ কল্লোল আহমেদ এর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিটি প্রেসক্লাব রংপুরের আয়োজনে স্মৃতিচারণমুলক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ ডিসেম্বর)  বুধবার জি এল রায় রোডস্থ ক্লাব কার্যালয়ে স্মৃতিচারণমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সিটি প্রেসক্লাব এর নির্বাচন কমিটির আহবায়ক শাকিল আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সচিব উদয় চন্দ্র বর্ম্মন, ক্লাবের সাবেক সভাপতি স্বপন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সাবেক কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, সাবেক প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, সাবেক সাহিত্য-সংস্কৃতি সম্পাদক শাহ আলম, সদস্য আখতারুল জামান আখতার, নুর মোহাম্মদ, হামিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ। স্মৃতিচারণমুলক আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক শেখ কল্লোল আহমেদ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সাবেক কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন। উল্লেখ্য ২০১৪ সালের আজকের দিনে সাংবাদিক শেখ কল্লোল আহমেদ মৃত্যুবরণ করেন। তিনি সর্বশেষ দৈনিক দাবানল পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth