রংপুর জেলা কৃষকদল এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী কৃষকদল রংপুর জেলা শাখার আয়োজনে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।আজ (১১ ডিসেম্বর) বুধবার নগরীর গ্রাউন্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে প্লেকাট, ফেষ্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শাপলা চত্ত্বরে সমাবেশ করে। এ সময় কৃষকদেরকে ইরি বোর ধানের চারা র বীজ বিতরন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল রংপুর জেলা শাখা আহবায়ক আনোয়ার শাহাদত এর সভাপতিত্বে ও সদস্য সচিব দিল মিরাজুল ইসলাম দুলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী বেলাল, মমিনুল ইসলাম খান সজীব, সবুজ আহমেদ, মিজানুর রহমান, কাউনিয়া উপজেলা কৃষক দলের সভাপতি ফেরদৌস হাসান জনি, সাধারণ সম্পাদক ফাইজুল হাসান, বদরগঞ্জ উপজেলা কৃষকদরে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন, মিঠাপুকুর উপজেলা কৃষক দলের আহবায়ক শাহীন সর্দার, সদস্য সচিব এনামুল, পীরগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক আফজাল হোসেন, সদস্য সচিব আশরাফুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভা কৃষক দলের সদস্য সচিব মিলন মিয়া, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক শফি মাহমুদ, সদস্য সচিব বুলু আজাদ, গংগাচড়া উপজেলা কৃষকদলের আহবায়ক সবুজ আহম্মেদ, সদস্য সচি শহিদুল ইসলাম, হারাগাছ পৌরসভা কৃষক দলের আহবায়ক শাহিনুর রহমান রাজু, সদস্য সচি মাহমুদার রহমান লিটন সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও ইউনিটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।