১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

পীরগঞ্জে বড়দিন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
85


পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে খ্রীষ্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (১২ ডিসেম্বর) 

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এই প্রস্তুতি সভা হয়।

পীরগঞ্জ খ্রীষ্টান এসোসিয়েশনের উপজেলা শাখার উপদেষ্টা রেভারেন্ট মোহিনী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেভারেন্ট বিষ্ণুপদ রায়, দস্তমপুর ক্যাথলিক মিশনের পরিচালক ফাদার আগষ্টিন কুজুর, খ্রীষ্টান এসোসিয়েশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেভা. মনোজিৎ রায, পারিয়া লুথারেন চার্চে পরিচালক রেভা. থমাস টুডু, খ্রীষ্টান এসোসিয়েশন উপজেলা শাখার অর্থ সম্পাদক মি: সুপাল রায়, খামার সেনুয়া ব্যাপ্টিস চার্চে পরিচালক রেভা. অমল রায়, সিন্দুলা চার্চের পরিচালক মি.পরীক্ষিত রায়, নিউমিউনিটি চার্চে পালক সুপেন রায় প্রমুখ।

আগামী ২৫ শে ডিসেম্ব ২৪ শুভ বড়দিন উদযাপন উপলক্ষে চার্চ গুলিতে আলোকসজ্জা, নগর কৃত্তন, উপাসনা, কেক কাটানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth