১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

পীরগাছায় শিক্ষার্থীদের নবীন বরণ এবং শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
112


পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় রহিম উদ্দিন  ভরসা মহিলা মহাবিদ্যালয়ের একাদশ ও ডিগ্রী (পাস) শিক্ষার্থীদের নবীন বরণ এবং কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলমের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।আজ  বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কলেজ গর্ভানিং বডির সভাপতি ও রংপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী আলহাজ¦ এমদাদুল হক ভরসা।

কলেজের প্রভাষক আহম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কলেজ গর্ভানিং বডির সদস্য ও পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, কলেজ সাবেক অধ্যক্ষ ইয়াকুব আলী, কলেজের সহকারি অধ্যাপক মজিবর রহমান। এসময় পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজ গর্ভানিং বডির সদস্য মোস্তাফিজার রহমান রেজা উপস্থিত ছিলেন। এর আগে কলেজের শিক্ষার্থীরা উপস্থিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth