১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

দির্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করায় ৩ পরিবারের মানবেতর জীবনযাপন

আমাদের প্রতিদিন
4 days ago
43


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে পূর্ব বিরোধের জের ধরে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় ৩টি পরিবারের নারী-শিশুসহ ২০ জন সদস্য অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

শত বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে পরিবারগুলো। তাদের উপার্জনের একমাত্র বাহন দুইটি ভ্যান। নিয়মিত চার্জ দিতে না পারায় বিকল হয়ে পরেছে ব্যাটারীগুলো। এতে আয়ের উৎস বন্ধ হয়ে পড়েছে পরিবারগুলোর। ঘটনাটি উপজেলার ইমাদপুর ইউনিয়নের গয়েশপুর  গ্রামের।

সরেজমিনে গিয়ে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক জয়দাল মিয়ার সাথে প্রতিবেশী বাদশা মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তাদের মধ্যে পাল্টাপাল্টি তিনটি মামলা হয়েছে।  বাদশা মিয়ার পরিবারকে অটো ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়ার অপরাধে ছায়দার আলীর রাস্তা বন্ধ করে দিয়েছেন অভিযুক্ত সৈনিক।

পরিবারগুলোর অভিযোগ- তাদের দীর্ঘদিনের পুরোনো রাস্তা কেটে ভ্যান চলাচলের পথ বন্ধ করে দিয়েছে  জয়দাল মিয়া। তাই নিজ বাড়িই যেন এখন জেলখানায় পরিনত হয়েছে তাদের।

ছায়াদার মিয়ার স্ত্রী আন্জুয়ারা বেগম  বলেন, জয়দাল আর্মির  সাথে বাদশা মিয়ার জমা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এজন্য আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদের অবরুদ্ধ করে রেখেছেন তারা। আমাদের ভ্যান চলাচল বন্ধ করে দেওয়ায় চার্জ দেওয়ার অভাবে আয় রোজগার বন্ধ হয়েছে। আমরা খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছি।

এ ব্যাপারে বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ছায়দার আলী একটি অভিযোগ দায়ের করেছেন।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, আমি তিন দিন  জয়দাল আর্মীকে বলার পরেও আইনের প্রতি কোন প্রকার শ্রদ্ধা দেখাননি। উপজেলা নির্বাহি অফিসার বিকাশ চন্দ্র বর্মন বলেন, কেউ চলাচলের রাস্তা বন্ধ করতে পারবেনা। যদি করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth