মমিনপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
আঃ রহিম, পাগলাপীর রংপুর:
মমিনপুর ইউনিয়ন পরিষদে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন পরিষদ(ইউপি)। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০ টায় মমিনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মমিনপুর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মিনহাজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র, ইউপি সদস্য সহ আরও অনেকে। প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিতে গ্রাম আদালত সক্রিয়করণে গুরুত্বারোপ করে কর্মশালায় বক্তারা বলেন, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় গ্রাম আদালত কার্যকরী ভূমিকা রাখতে পারে।