১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

রংপুরে কতিপয় কবিতাকর্মীর জমজমাট শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 days ago
25


মহানগর প্রতিবেদক:

রংপুরের কতিপয় কবিতাকর্মী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জমজমাট শীতকালীন কবিতা উৎসব। গতকাল (০৯ জানুয়ারি) বৃহস্পতিবার স্থানীয় টাউন হলে অবস্থিত পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।

কবিতা উৎসবে সভাপতিত্ব করেন কতিপয় কবিতা উৎসব সংগঠনের উপদেষ্টা ও অঞ্জলিকা সাহিত্যপত্রের সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ। বিশেষ অতিথি ছিলেন কবি হাই হাফিজ , কবি তৌহিদা খাতুন, লেখক কবি রানা মাসুদ ও লেখক আজহারুল ইসলাম আজাদ।

উপস্থিত থেকে শুভেচ্ছা কথা বলেন, সমাজকর্মী মনজুদার রহমান ও সাংবাদিক চঞ্চল মাহমুদ।

উৎসবে স্বরচিত কবিতা, ছড়া পাঠ, আবৃত্তি ও পুঁথিপাঠে অংশ নেন বাদল রহমান, বাশার ইবনে জহুর, ড. নাসিমা আকতার, শাহিদা মিলকি, নাহিদা ইয়াসমিন, মাহবুবা লাভীন, মাহমুদ নাসির, শাহ আলম, সেবু মোস্তাফিজ, বজলুর রশীদ, জেনিফার এলি, মমিনুল ইসলাম পথিক, লিনা রহমান, ফিরোজা ইসলাম, হাসনাইন রাব্বী, তাপস মাহমুদ, মুসাফা আখতার, সাকিল মাসুদ, মতিয়ার রহমান, আল আমিন ইসলাম রুমানা বেগম, তৌফিক এলাহী, জুয়েল আহমেদ রাহুল, হাফিজ রেদোয়ান, আবদুল কুদ্দুস, মাসুদ বিহংগ, নাইমা নিমো, দিনাজী সিরাজ, আহসান হাবিব রবুু, সাখাওয়াত হোসেন সোহাগ, আহসান হাবীব রবু, রুমানা শারমিন, ময়না মনি, শ্রাবণ রায়, ইরশাদ জামিল প্রমুখ ।

উৎসবে গান গেয়ে শোনান রওশন আরা সোহেলী, জি এস বাপ্পন ও অধির কুমার মোহন্ত । পুরো উৎসবটির সঞ্চালনায় ছিলেন কতিপয় কবিতাকর্মী সংগঠনের আহবায়ক সাংবাদিক মাহবুবুল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth