১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

শুরুর পরপরই অনুষ্ঠান স্থগিত পরে আবার শুরু

আমাদের প্রতিদিন
3 days ago
48


ইত্যাদি'র অনুষ্ঠানে ভাংচুর

মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান " ইত্যাদি "। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ' ইত্যাদি ’ অনুষ্ঠানকে ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনার পরপরই অনুষ্ঠান স্থগিতের পরেই আবার সুটিং শেষ করে ঢাকা ফিরেছে ইত্যাদি কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে উপজেলার ঐতিহ্যবাহী রাজা টংকনাথের  রাজবাড়ীতে ' ইত্যাদি ’র অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা গেছে, এ অনুষ্ঠান ঘিরে  জেলাজুড়ে প্রায় ৬ হাজারের মতো প্রবেশ পাশের ব্যবস্থা করেছিলো ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠান শুরুর  কয়েকদিন আগ থেকেই প্রচার বেশি হওয়ার কারণে সেই রাজবাড়ীতে প্রায় ২ লক্ষ মানুষের সমাগম ঘটে। জায়গা ছোট এবং চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত না হলেও ছোট ছোট কিছু দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

স্থগিত করার এক ঘন্টা পরে জেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় পুনরায় অনুষ্ঠান চালু করে কর্তৃপক্ষ।  এবং শেষে সফলভাবে অনুষ্ঠান শেষ করে ইত্যাদি টিম।

প্রথমে স্থগিত করার ঘোষণায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পরবর্তীতে ঘন্টাখানেক পরে স্থানীয় দর্শকদের উপস্থিতিতে শেষ হয় অনুষ্ঠান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth