আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে গঙ্গাচড়ায় শীতবস্ত্র বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ‘আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাড়াই’ এ শ্লোগানে গরীব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।আজ (১৩ জানুয়ারি) সোমবার দুপুরে উপজেলার কোলকোন্দ ইউনিয়ন মাঠে ২শত শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আবু সাঈদ এর বড় ভাই আবু হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম, সংগঠনের সহ-সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য সাফিউল আলম, ওয়ার্ড সদস্য শরিফুল, হুমায়ুন কবির লাল প্রমুখ।
উল্লেখ ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, তার নাম অনুসারে পরবর্তীতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের নাম করন করা হয়।