২৮ মাঘ, ১৪৩১ - ১০ ফেব্রুয়ারি, ২০২৫ - 10 February, 2025

গঙ্গাচড়ায় বালুর ট্রলির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

আমাদের প্রতিদিন
3 weeks ago
86


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলিতে নিয়ে যাওয়ার সময় ট্রলির ধাক্কায় নুর ইসলাম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৭টায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ চেংডোবা এলাকায়। নিহত নুর ইসলামের বাড়ী একই গ্রামে।

স্থানীয়ারা জানায়, সোমবার সকাল ৭ টার সময় নুর ইসলাম তার বাড়িতে নতুন টিউবয়েল বসার জন্য রাস্তার ধারে রাখা বালু নিতে আসেন। এসময় স্থানীয় ট্রলি ব্যবসায়ী ইয়াচিনের ছেলে জামাল মিয়া ট্রলিতে করে অবৈধভাবে তিস্তা নদীর বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন। সেসময় বালু ভর্তি ট্রলিটি পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত নুর ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সরেজমিনে মৃত্য নুর ইসলামের বাড়িতে গেলে দেখা যায় তার বড় মেয়ে মাটিতে লুটিয়ে কান্নায় বিলাপ করে বলেছেন, আজ থাকি হামারগুলার কায় খোঁজ-খবর নিবে। আজ ক্যা থাকি হামরাগুলা কাক আব্বা কয়া ডাকামো।

স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, তিস্তা নদীর চেংডোবা এলাকা অবৈধভাবে স্থানীয় ট্রলি ব্যবসায়ীসহ বাহির থেকে আসা প্রায় ৬ থেকে ৮ টি ট্রলি প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৮ টা পর্যন্ত তারা অবাধে বালু উত্তোলন করে। এদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয়না। এসব ট্রলি যদি বন্ধ করা না যায় তাহলে এলাকার মানুষজন এরকম আরো ক্ষতির সম্মুখীন হবে।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিবো।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth