গঙ্গাচড়া টিসিইউ লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচিতদের শপথ গ্রহণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বভার গ্রহণের আগে নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হয়।
আজ (১৪ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে গঙ্গাচড়া ক্রেডিট ইউনিয়ন লি: কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন। এর আগে গত ১০ জানুয়ারী সংগঠনটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও বিএম কলেজের প্রভাষক আখেরুজ্জামান মিলন, ভাইস চেয়ারম্যান পদে সহকারী শিক্ষক শামীম হোসেন, সেক্রেটারী পদে গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মোত্তালিব মিঠু, ট্রেজার পদে সহকারি শিক্ষক নাজির হোসেন ফারুক, ডিরেক্টর পদে অশোক কুমার রায় ও
জামিনুর রহমান নির্বাচিত হয়। দায়িত্বভার গ্রহণের পর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান আখেরুজ্জামান মিলন। কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের সঞ্চালনায় সভায় গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, রংপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, টিসিইউ এর নবনির্বাচিত সেক্রেটারী আব্দুল মোত্তালিব মিঠুসহ সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন।