২৮ মাঘ, ১৪৩১ - ১০ ফেব্রুয়ারি, ২০২৫ - 10 February, 2025

পাগলাপীর মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ

আমাদের প্রতিদিন
3 weeks ago
99


আঃ রহিম পাগলাপীর,  রংপুর:

রংপুর-দিনাজপুর মহাসড়কে যানজট নিরসনে ব্যপক তৎপরতা শুরু করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি মোঃ  মোস্তাফিজুর রহমান। গতকাল পাগলাপীর বাজারে যানজট নিরসন ও মহাসড়কে ট্রাক এবং  পণ্যবাহী যানবাহনে কেউ যেন চাদাঁবাজি করতে না পারে , মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্যে সড়কে ২৪ ঘণ্টা কাজ করছে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিককে বলেন আমরা রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় রংপুর-দিনাজপুর মহাসড়কে যানজট নিরসনে কাজ করা হচ্ছে। ওসি মোস্তাফিজুর রহমান আরো  বলেন রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহনের যেন কোনো প্রকার যানজট সৃষ্টি না করে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশের টিম সার্বক্ষণিক মহাসড়কে কাজ করছে। (ওসি) মোস্তাফিজুর রহমান পাগলাপীর বাজারে মহাসড়কে নিজে দাঁড়িয়ে  থেকে যানজট নিরসন ও পরিবহনের খোঁজখবর নিচ্ছেন।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth