২৮ মাঘ, ১৪৩১ - ১০ ফেব্রুয়ারি, ২০২৫ - 10 February, 2025

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
69


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুরের বিরলে কাবিং করবো, সবুজ বাংলাদেশ গড়বো প্রতিপাদ্য নিয়ে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি রোববার রাতে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মহা তাবু জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) চৈতন্য কুমার রায়, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বাংলাদেশ স্কাউটস এর দিনাজপুর অঞ্চরের সহকারী পরিচালক মোঃ সসৈকত হোসেন,, বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা শাখার সাবেক সম্পাদক আনিছুজ্জামান মিলন, বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা শাখার কমিশনার মোঃ হাসান আলী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা সম্পাদক এ কে এম ইকরামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মোসাঃ গুলনাহার খানম ও ইউনিট লিডার মোঃ মতিয়ার রহমান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth