২৮ মাঘ, ১৪৩১ - ১০ ফেব্রুয়ারি, ২০২৫ - 10 February, 2025

জুলাই বিপ্লবে বিরোধিতাকারীদের 'নাম মাত্র' শাস্তি প্রত্যাখ্যান করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি

আমাদের প্রতিদিন
2 weeks ago
85


বেরোবি প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে বিরোধিতাকারীদের 'নাম মাত্র' শাস্তি প্রত্যাখ্যান করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা।

গত ১০৯তম সিন্ডিকেট সভায় আবু সাইদ হত্যাকান্ডের সাথে জড়িত ৭১ ছাত্রলীগ নেতাকে বিভিন্ন মেয়াদে বরখাস্ত করা হয়।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের 'বিচারের নামে প্রহসন মানি না মানব না', 'ছেলে ভোলানো বিচার মানি না মানব না ', 'এক দাবি এক দফা অপরাধীর যৌক্তিক সাজা', 'প্রহসনের বিলম্ব অপরাধীর সার্টিফিকেট নিয়ে পালানো', 'হাহা হাস্যকর র‍্যাগিং এ বহিস্কার মেরে ফেললে সেমিস্টার' সহ নানা প্লেকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিক বলেন, প্রশাসনের ভুলে গেলে চলবে না তারা যে চেয়ারে বসে আছে তা জুলাই বিপ্লবের ফসল। ছাত্রলীগের নেতাকর্মীদের আগামী ৩ কর্মদিবসের মধ্যে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং সার্টিফিকেট বাজেয়াপ্ত করতে হবে। অন্যথায় আমরা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করব।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, এক দুই সেমিস্টারের এই মূলা ঝুলানো শাস্তি আমরা মেনে নিব না। যাদের অনার্স শেষ হয়েছে তারা তাদের সার্টিফিকেট তুলে নিয়ে গেছে। যারা সার্টিফিকেট তুলে নিয়ে গিয়েছে তারা কার সাহায্যে তুলে নিয়ে গেছে তা তদন্ত করে বের করতে হবে।

উল্লেখ্য, গত ১০৯তম সিন্ডিকেট সভায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ৭২ জন শিক্ষার্থীর তালিকা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড এক সেমিস্টারের জন্য ২৩ জন, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন এবং ১৫ জন প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাকি ১৫ সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth